সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতায় শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আশাশুনি প্রোগ্রাম অফিসার আবু মুছার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সেক্রেটারি জিএম আল ফারুক প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সোহরাব হোসেন, শিক্ষকদের মধ্যে শিরিনা আফরোজ। উপানুষ্ঠানিক মৌলিক সাক্ষরতা প্রকল্পে কর্মরত ১৫ জন সুপারভাইজারের মধ্যে শ্রেষ্ঠ সুপারভাইজার নির্বাচিত হয়েছেন শোভনালী ইউনিয়নের সেলিম রেজা, বুধাহাটার নজরুল ইসলাম ও আশাশুনির হালিমা খাতুন। এছাড়া ৩শ’ শিক্ষকের মধ্যে শ্রেষ্ঠ শোভনালীর ফারিয়া সুলতানা, আশাশুনির বৃষ্টি খাতুন, বুধহাটার মিতালী মন্ডল ও কুল্যার মনোয়ারা খাতুন এবং শিক্ষার্থীদের মধ্যে শাহিদা খাতুন, সুচিত্র রানী ও রাজিয়া খাতুন কে পুরস্কৃত করা হয়েছে।
আশাশুনিতে শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/