আগস্ট ১৯, ২০১৯
আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ আটক ৪
![]() সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীসহ চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৮ আগস্ট) রাতে এসআই বিজন কুমার সরকার ও এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে খরিয়টি গ্রামের করিম সরদারের ছেলে আলাউদ্দীন (৩০) কে তার এলাকা থেকে এবং অপর সহযোগী কাটাখালি গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা ওরফে বুলি (৪৫) কে শ্রীধরপুর কালাবাগি বাজার এলাকা থেকে মাদকসহ গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ১৮২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে তাদেরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ২১(০৮)১৯ নং একটি মামলাটি দায়ের করা হয়েছে। আপরদিকে এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ একসরা এলাকা থেকে আশাশুনি থানার ২২(৮)১৯ নং মামলায় একই গ্রামের ইউনুছ আলীর ছেলে আরিফুল ইসলাম বাবু ও খাতের মোল্যার ছেলে রওশন মোল্যাকে গ্রেফতার করেন। আসামিদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। 5,716,948 total views, 1,966 views today |
|
|
|