আগস্ট ৬, ২০১৯
আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৭
![]() সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, রবিবার (৫ আগস্ট) রাতে এস আই পিযুষ কান্তি ঘোষ, এস আই বিজন কুমার সরকার, এ এস আই নাজিম হোসেন, এ এস আই পূর্ণানন্দ হরি সঙ্গীয় ফোর্সসহ আশাশুনি থানার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চেচুঁয়া গ্রামের মৃত আজিজ গাজীর ছেলে মাদক বিক্রেতা মুক্তাজুল গাজী কে মাদক বিক্রির সময় খাজরা বাজার থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাসি করে সাত পিস্ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মুক্তাজুল কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ০৯(০৮)১৯ একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একই রাতে কল্যানপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে রুহিন শেখকে কল্যানপুর বাজার থেকে, শ্বেতপুর গ্রামের মতিয়ার ঢালীর ছেলে জামাল ঢালীকে শ্বেতপুর বাজার থেকে, গোয়ালডাঙ্গা গ্রামের কেরামত গাজীর ছেলে রহমত গাজীকে গোয়ালডাঙ্গা বাজার থেকে, পূর্ব নাকনা গ্রামের ইন্দ্রজিত মন্ডলের ছেলে বিভীষণ মন্ডল কে কল্যাণপুর বাজার থেকে, কাপসন্ডা গ্রামের আজিবার গাজীর ছেলে আলামিন কে ও একসরা গ্রামের ছবুর মালির ছেলে আলামিনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। মঙ্গলবার আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 5,740,618 total views, 4,728 views today |
|
|
|