আগস্ট ২৭, ২০১৯
আশাশুনিতে বিভিন্ন মামলায় গ্রেফতার-৫
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৬ আগস্ট) রাতে এস আই মো. মামুনুর রহমান কুড়িকাহনিয়া গ্রামের আলমগীর মোড়লের ছেলে সিআর-৪৬৮/১৭ নং মামলার ওয়ারেন্ট মূলে আসামি আকরাম মোড়ল, প্রতাপ নগর ইউনিয়নে ইমান আলী মোল্যার ছেলে শফিকুল ইসলাম ও মাজেদ গাজীর ছেলে খলিলুর রহমান গাজীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। একই রাতে এ এস আই জয়নাল মোল্যার নেতৃত্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মোসলেম সরদারের ছেলে সিআর-১০৩/১৭ নং ওয়ারেন্ট মূলে আসামি মাছুম সরদারকে ও এ এস আই মোকাদ্দেস হোসেন কল্যাণপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে জিআর-৬৭/১৮ নং ওয়ারেন্ট মূলে আসামি শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। আসামিদের মঙ্গলার আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি (তদন্ত) ইমারত হোসেন নিশ্চিত করেছেন। 5,726,689 total views, 4,149 views today |
|
|
|