আগস্ট ১০, ২০১৯
আশাশুনিতে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪
![]() সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে বিভিন্ন মামলায় ৪ আসামীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, রবিবার (৮ আগস্ট) রাতে এসআই সঞ্জীব সমদ্দার, এসআই ফণীভূষন সরকার, এসআই শেখ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মহিষাডাঙ্গা বাজার থেকে কচুয়া গ্রামের নিমাই ঘোষের ছেলে সুমন ঘোষ কে এবং বাবুল ঘোষের ছেলে সুজয় ঘোষকে তার বাড়ীর সামনে থেকে আটক করা হয়। তারা আশাশুনি থানার ১৩(৮)১৯ নং মামলার পলাতক আসামি। 5,686,806 total views, 1,725 views today |
|
|
|