আগস্ট ২৭, ২০১৯
আশাশুনিতে ফগার মেশিন দিয়ে মশা নিধন
![]() সমীর রায়, আশাশুনি: ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র সচেতনতামূলক প্রচারণা চললেও আশাশুনিতে প্রথমবারের মত ফগার মেশিন দিয়ে মশা নিধনে উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এলাকায় জেলা পরিষদের আয়োজনে মশা নিরোধক স্প্রে করা হয়। আনুষ্ঠানিকভাবে মশা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান ও আব্দুল হাকিম। উদ্বোধনকালে মহিতুর রহমান বলেন- আমরা সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে আশাশুনি উপজেলায় এডিস মশার লার্ভা পাওয়া যায় এমন সকল স্থানে অভিযান শুরু করেছি। প্রয়োজনে পর্যায়ক্রমে আমরা সব ইউনিয়নে আমাদের সেবা পৌঁছে দেব। তবে ফগার মেশিন নয় জনসচেতনতাই পারে এডিস মশার লার্ভা নিধন করে ডেঙ্গুর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে। তাই আসুন সবাই বাড়ি, অফিস, স্কুল, নিজেদের সকল প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার করে নিজেরা সুরক্ষিত হই। এ সময় আশাশুনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্র্জী, স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার সউদ বিন খায়রুল আনাম, ইপিআই টেকনিশিয়ান দিলিপ কুমার ঘোষসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা পরিষদ, খাদ্য গুদাম এলাকা, আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বর, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর, থানা এলাকা, বাজার চান্নি, সদরের সকল ড্রেনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে স্প্রে করা হয়। মশা নিধন কার্যক্রমে বিভিন্ন সময় যোগদান করেন প্রধান শিক্ষক আশরাফুন্œাহার নার্গিস, নিরঞ্জন কুমার মন্ডল, ওসি (তদন্ত) ইমারত হোসেন, ইউপি সদস্য তারিকুল আওয়াল, রিপোর্টার সমীর রায়, আকাশ হোসেন, ফায়জুল কবীর, যুবলীগ নেতা দীপন মন্ডল প্রমুখ। 5,685,501 total views, 420 views today |
|
|
|