আগস্ট ২২, ২০১৯
আশাশুনিতে দুই মাদক বিক্রেতাসহ আটক ৪ : ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতা ও বিভিন্ন মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২১ আগস্ট) রাতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই পীযূষ কান্তি ঘোষ ও এএসআই জয়নাল মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে কুল্যা এলাকা থেকে সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের মোক্তার আলীর ছেলে ডালিম হোসেন ও তার সহযোগী আশাশুনির বুধহাটা পশ্চিমপাড়া গ্রামের সামছুর গাজীর ছেলে কুদ্দুস গাজীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬(০৮)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এসআই মো. মামুনুর রহমান কুড়িকাহনিয়া গ্রামের রুহুল বিশ্বাসের ছেলে জিআর-৩৫৬/১৭ নং মামলার ওয়ারেন্ট মূলে আসামি লাভলু বিশ্বাসকে ও এএসআই শাহজামাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার একসরা গ্রামের খোকন ঢালীর ছেলে সিআর-৭২/১৮ ও ৫০/১৮ ওয়ারেন্ট মূলে আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন ধৃত আসামিদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 5,686,784 total views, 1,703 views today |
|
|
|