আগস্ট ৩, ২০১৯
আশাশুনিতে দুই গাঁজা বিক্রেতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার আট
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দুই গাঁজা বিক্রেতাসহ বিভিন্ন মামলায় আট আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম জানান, শুক্রবার (২ জুলাই) রাতে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে এসআই ফণীভূষণ সরকার, এসআই মনিরুজ্জামান মল্লিক, এসআই বিল্লাল হোসেন, এএসআই জয়নাল মোল্যা, এএসআই দেবাশিস মন্ডল, এএসআই পূর্ণানন্দ হরি, এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কাকাদাটি গ্রামের নজরুল ইসরাম সরদারের ছেলে মাদক বিক্রেতা নাজমুল ইসলাম রিপন (৪০) ও সোহরাব মোড়লের ছেলে আক্তারুল (২৬) কে মাদক বিক্রির সময় ১২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় ০৪(০৮)/১৯ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় বালিয়াপুর গ্রামের খায়ের গাজী ওরফে খায়রুল ইসলাম, বাঁকড়া গ্রামের রেয়াজউদ্দীনের ছেলে কাশেম আলী (৩৬), কাপসন্ডা গ্রামের বিদার গাজীর ছেলে এবাদুল গাজী, আগরদাড়ী গ্রামের খোকন সরদারের ছেলে জিয়ারুল, বুধহাটা গ্রামের মোছলে সরদারের ছেলে তোফায়েল হোসেন ও সোদকনা গ্রামের বাবর আলী গাজীর ছেলে আলমগীর হোসেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। 5,686,728 total views, 1,647 views today |
|
|
|