আগস্ট ১৭, ২০১৯
আশাশুনিতে গ্রেফতার ৪
![]() সমীর রায়, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) রাতে এসআই ফণীভূষণ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মোকামখালী গ্রামের সুশীল সরকারের ছেলে আশাশুনি থানার ১৭(৮)১৯ নং নিয়মিত মামলার আসামি সহাদেব সরকার কে তেঁতুলিয়া বাজার থেকে গ্রেফতার করে। এএসআই দেবাশিষ মন্ডল খলিসানি গ্রামের সিরাজুল সরদারের ছেলে সিআর-১১৬/১৭ নং মামলার আসামি সাদ্দামকে খলিসানী বাজার থেকে গ্রেফতার করে। এএসআই মিলন হোসেন বেউলা শ্বেতপুর গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে পা: জা:-৫/১৯ নং মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সবুর সরদারকে তার নিজ বাড়ি থেকে এবং এসআই বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোকুলনগর গ্রামের ছবেদ আলী মোল্যার ছেলে জি আর-২/১৮ নং মামলার আসামি রবিউল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম নিশ্চিত করেছেন। 5,716,609 total views, 1,627 views today |
|
|
|