আগস্ট ২৮, ২০১৯
আশাশুনিতে আটক-৪ \ ইয়াবা উদ্ধার
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে চিহ্নিত তিন মাদক বিক্রেতাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এস আই বিল্লাল হোসেন শেখ, এ এস আই পূর্ণানন্দ হরি ও এ এস আই জয়নাল মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে তুয়ারডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। থানা সূত্র জানায়, গদাইপুর (উত্তরপাড়া) গ্রামের নজু মোল্যার ছেলে চিহ্নিত মাদক বিক্রেতা তুহিন মোল্যা (২৮), হেতাইলখালি গ্রামের হামিদ সরদারের ছেলে বিল্লাল (২২) ও শাহনগর গ্রামের হোসেন সরদারের ছেলে মশিয়ার (৩৭) কে রাত সাড়ে ৮টার দিকে তুয়ারডাঙ্গা গ্রাম থেকে মাদক বিক্রি করার সময় আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ২৫ পিস্ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ৩৬(০৮)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, ইয়াবাসহ গ্রেফতার তিনজন এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত। তিনি আরও অপরদিকে একই রাতে এস আই মো. মামুনুর রহমান বিলবকচর গ্রামের মান্নান সরদারের ছেলে সিআর-১১১/১৬ ওয়ারেন্ট মূলে আসামি কামরুল সরদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। আসামিদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। 5,741,280 total views, 629 views today |
|
|
|