আগস্ট ১৬, ২০১৯
আতঙ্ক নয় সতর্কতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তুলতে হবে
![]() মীর খায়রুল আলম/ফরহাদ হোসেন সবুজ: পারুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দরদি সমাজ সেবা ফাউন্ডেশন এ আয়োজন করে। ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত বা ভয় নয়। সচেতনতার মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডেঙ্গু নিয়ে কোন গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্ক সৃষ্টি করলেও ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেঙ্গু বর্তমান বাংলাদেশের একটি বিশেষ আকার দেখা দিয়েছে। তাই এই মরণ ঘাতক ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন পানি জমতে দেওয়া যাবে না। মশা জন্মানোর পরিবেশ ধ্বংস করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সচেতন হতে হবে। জেলা প্রশাসক উল্লেখ করে বলেন, সারা সাতক্ষীরায় যত জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে তার ভেতরে দেবহাটার একজনও নেই বললে চলে। এতে বোঝা যায় দেবহাটার মানুষ কতটা সচেতন। তিনি আরো বলেন, একসময় সাতক্ষীরার বেশ নাম খারাপ ছিল। কিন্তু আজ সেটি কাটিয়ে উঠতে শুরু করেছে এই জেলার মানুষের ভালো কাজের মাধ্যমে। তেমনি এই সংগঠন দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি সংগঠনটি মাদক, জঙ্গী-সন্ত্রাস, নারী নির্যাতন বন্ধে কাজ করবে। 5,697,235 total views, 871 views today |
|
|
|