Site icon suprovatsatkhira.com

আক্রান্ত বেশির ভাগ রোগী আসছেন ঢাকা থেকে : সাতক্ষীরায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫১

নূর মনোয়ার : সাতক্ষীরায় প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে বেশির ভাগ আক্রান্ত ডেঙ্গু রোগীদের কর্মক্ষেত্র ঢাকা। ঢাকাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে নিজ জেলা সাতক্ষীরাতে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, চারজন ডেঙ্গু রোগীর মধ্যে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়েছে, অন্য তিনজন চিকিৎসাধীন আছেন। ডেঙ্গু রোগে চিকিৎসাধীন ঝাউডাঙ্গা হাজিপুর গ্রামের প্রসনজিৎ সরকার (২৮) জানান, আমি গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হই পরে ডেঙ্গু ধরা পড়ে। পরিবারের পরামর্শে সাতক্ষীরাতে চিকিৎসা নিচ্ছি যাতে পরিবারের সদস্যদের কাছে পাই। চিকিৎসকেরা বলছে রক্তের প্লাটিলেট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, প্রথমে ১ লাখের কম ছিল যা এখন ২ লাখের কাছাকাছি। আমাকে জানানো হয়েছে দুই একদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। সাতক্ষীরা সদর হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় এরমধ্যে ২০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছে। বর্তমানে রোগী ভর্তি আছে ১২ জন, এর মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন মহিলা। সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রবিন্দ্রনাথ ঘোষ জানান, ১২০ জনের ডেঙ্গু রোগের জীবাণু পরীক্ষা করেছি। আমাদের কাছে ১২০টি কিড আছে। আমরা যদি দু-একদিনের মধ্যে কিড না পায় তাহলে সমস্যায় পড়বো।
ডেঙ্গু আক্রান্ত সদর উপজেলার ঘোনা গ্রামের মুনতাছুর বিল্লা (১৯) জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে ঢাকায় যায়। ফার্মগেটে একটি মেসে থাকতাম। এক সপ্তাহ আগে জ্বর আসলে ডাক্তারের কাছে যায় তখন ডেঙ্গু ধরা পড়ে। পরে সাতক্ষীরা ফিরে হাসপাতালে ভর্তি হই। পাটকেলঘাটার সুকতিয়া গ্রামের মাসুদ গাজী (২৫) জানান, আমি ঢাকা ধানমন্ডিতে কাজ করি। ডেঙ্গু জ্বর ধরা পড়লে সাতক্ষীরায় এসে হাসপাতালে ভর্তি হই। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আরিফ আহমেদ জানান, সাধারণত ডেঙ্গু রোগের চিকিৎসা জটিল না। ডেঙ্গু রোগে রক্তের প্লাটিলেটের পরিমাণ কমিয়ে দেয়, সঠিক চিকিৎসায় সহজে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায় এবং রোগী সুস্থ হয়। সাতক্ষীরায় ২৫জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা করেছি সকলেই সুস্থ আছে। তবে ব্যতিক্রম ও আছে, ডেঙ্গু রোগের ভাইরাস রোগীর শরীরে সকল আলাদা আলাদা অরগানে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে লান্স এ পানি জমা, শরীরে দাগ হওয়া, প্রেশার বৃদ্ধি, রক্তক্ষরণসহ শরীরে বিভিন্ন উপসর্গ লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে রোগীকে দ্রæত চিকিৎসায় আনতে হবে। আমাদের আতঙ্কিত হওয়ার কিছুনায়, সচেতন হতে হবে। এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, আমাদের কাছে ডেঙ্গু চিকিৎসার জন্য ঔষধ আছে কিন্তু ডেঙ্গু জীবাণু শনাক্তকারী কিড নেই। ব্যক্তি উদ্যোগে কিছু কিড সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রæত আরও কিছু সংগ্রহের। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে সরকারের পাশাপাশি সমাজের সকলস্তরের মানুষদের সচেতন হতে হবে।
ডিজিটাল ডায়গনষ্টিক এন্ড সিটি স্ক্যান সেন্টারের পরিচালক মোজাহিদুল ইসলাম জানান, আমরা ডেঙ্গু রোগের জীবাণু পরীক্ষায় সরকার কর্তৃক নির্ধারিত ফি গ্রহণ করে থাকি। যেমন- সিবিসি-পরীক্ষা ৪০০ টাকা, ডেঙ্গু এনএস ১ – ৫০০ টাকা ডেঙ্গু আইজিজিআই- ৫০০ টাকা। সাপলায়ারের তুলনায় চাহিদা বেশি থাকায় কিডের দাম বেশি পড়ছে তার পরও আমরা সরকার কর্তৃক নির্ধারিত মূল্য রাখছি। ডেঙ্গু সংক্রান্ত সকল তথ্য প্রতিদিন স্বাস্থ্য অধিদফতরে পাঠাতে হয়। গত তিনদিনে পরীক্ষা করেছি সিবিসি- ১৭ জন, ডেঙ্গু এনএস১-১৭ জন এবং আই জি জি আই – ১৫ জন। ডক্টর’স ল্যাব অ্যান্ড হাসপিটাল এর পরিচালক আসানউল্লা জানান, ডেঙ্গু রোগের জীবাণু পরীক্ষা করেছি মোট ৪৯ জনের। আমাদের কাছে দুইজন রোগী ছিল যা সদর হাসপাতালে পাঠিয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, জেলা ব্যাপী ১ দিন ১ ঘণ্টা পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছ। জেলার শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি-বেসরকারি অফিস, সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন, হাসপাতাল,কোর্ট, টার্মিনালসহ সকল প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালনকরার জন্য জানানো হয়েছে।আমাদের এ কর্মসূচি পালিত হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। তিনি যার যার স্থান থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের আহŸান জানান। ডেঙ্গু সংক্রমণ রোধে প্রতিটি ব্যক্তিকে এগিয়ে আসার আহŸান জানান। পরিবারের প্রতিটি সদস্যকে বাড়ির আশেপাশে পানি জমে আছে কী না সেদিকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের, সকল অফিসের কর্মচারী কর্মকর্তাদের পরিষ্কার রাখতে হবে আশপাশের পরিবেশ। সকলে একযোগে কাজ করলে ডেঙ্গুর এ সংক্রমণ থেকে সহজে পরিত্রাণ পাওয়া যাবে। আতঙ্কগ্রস্ত হওয়ার কোন কারণ নেয় ডেঙ্গুর চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version