আগস্ট ২৭, ২০১৯
অপরিকল্পিত যানবাহন রাখায় মরণ ফাঁদে পরিণত নওয়াবেঁকী বাসস্ট্যান্ড
![]() মো. আশিকুর রহমান: শ্যামনগরের নওয়াবেঁকী বাসস্ট্যান্ড সংলগ্নে সড়কের উপর বাস রাখা নিত্যদিনের দৃশ্য। দূর-দুরন্ত থেকে বাজারমুখী পথচারী ও জনসাধারণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাফেরা করে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে যাওয়া-আসার ক্ষেত্রে মূল প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে এই নওয়াবেঁকী স্ট্যান্ডটি। এখান থেকে প্রতিদিন দ্বীপ ইউনিয়ন গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের জনসাধারণের শ্যামনগর উপজেলা, জেলার বিভিন্ন স্থানে নানা প্রয়োজনসহ জীবিকার তাগিদে যাওয়া-আশার প্রধান সড়ক হিসেবে ব্যবহার হয়ে আসছে বহুদিন যাবৎ। কিন্তু মরণ ফাঁদ আর ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে এই নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কটি। সারি সারি বাস-ট্রাকের সাথে ধুলা বালি নিত্যদিনের সঙ্গী এখানকার মানুষের। নওয়াবেঁকী কলেজ গেট থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত লম্বা শারিতে রাখতে দেখা যায় বাস, ট্রাক, পিকআপের মত পরিবহণ ও যানবাহন। যার ফলে একদিকে যেমন বাজারমুখী আশা পথচারীদের যাতায়াতে ব্যাপকভাবে বিঘœ ঘটছে, তেমনি আতঙ্ক বিরাজ করছে জনমনে। রাস্তার একপাশ ঢালু আর ভগ্নদশায় পরিণত হচ্ছে ভারী যানবাহন রাখার কারণে। ভারী যানবাহন রাখায় রাস্তার বেশিরভাগ জায়গায় ফাটল দেখা দিয়েছে। শুধু তাই নয় রাস্তার অপর পাশ জুড়ে ফুটপাতের খাস জায়গা দখল করে নড়ে চড়ে বসে আছে অবৈধ ইট, বালু ব্যবসায়ীরা। চলাচলের রাস্তার উপর অবৈধভাবে বালি বিক্রির কারণে চোখেমুখে বালি যেয়ে পথচারী, স্কুলগামী শিক্ষক-শিক্ষার্থীসহ মোটর সাইকেল, বাই সাইকেল এবং যানবাহনের যাত্রীদের যাতায়াতে ব্যাপক অসুবিধা ভোগ করতে হচ্ছে। মূল নওয়াবেঁকী বাসস্ট্যান্ডে গেলে দেখা যাবে বাজারমুখী মানুষ আর দূর-দুরন্ত পথ পাড়ি দেয়া যাত্রীদের দাঁড়াবার তিল ধারণের ঠাই থাকে না মাঝে মধ্যে! সাধারণ জনগণ এর অন্যতম কারণ হিসেবে অপরিকল্পিত ভাবে ভ্যান, ব্যাটারি ভ্যান, ইজিবাইক, মটর সাইকেল সহ নানা ধরনের বহন রাখাকেই দায়ী করছে। বাজারমুখী মানুষ আর ভুক্তভোগী স্থানীয়দের জোর দাবি যত দ্রæত অবহেলিত ভাবে পড়ে থাকা এই নওয়াবেঁকী বাসস্ট্যান্ড পরিবহণ রাখার জন্য একটা বাস টার্মিনাল করে দেওয়া হোক। যেখানে রাখা থাকবে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যানবাহন গুলো। রাস্তার এক পাশে অবৈধভাবে বাস-ট্রাকসহ অন্যান্য ভারী পরিবহণ রাখা আর অপর পাশে বালি বিক্রি করার জন্য যানজটের সৃষ্টি আর পরবর্তীতে যেন আর না হয়! অনাকাক্সিক্ষত ছোট বড় দুর্ঘটনা যেন আর না ঘটে। এ বিষয়ে বাজারমুখী ভুক্তভোগী পথচারী, এলাকার সচেতন মহল এ সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 5,740,756 total views, 105 views today |
|
|
|