জুলাই ১৪, ২০১৯
শিরোমণি বাজারে ময়লা স্তূপের দুর্গন্ধ খানজাহান আলী কলেজের শিক্ষার্থীদের ক্লাস করতে হয় রুমাল চেপে
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে প্রতিদিনের ময়লা আবর্জনা পাশ্ববর্তী খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সিমানা প্রাচীরে বাজারের ময়লা আবর্জনা ফেলাতে যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায় বাজারের পূর্ব পাশে কলেজের সীমানা প্রাচীরের সাথে ময়লার স্তূপ করে রাখা হয়েছে। বাজার করতে আসা গৃহিণী ফারহানা ইয়াসমিন বলেন, আশপাশের ভিতরে শিরোমণি বাজারে সবকিছু কেনা কাটা করে বেশ সুবিধা পাওয়া যায় কিন্তু মাছ বাজারের দক্ষিণ দিকে আসলে ময়লার দুর্গন্ধে বমি চলে আসে। এতবড় একটা বাজারে নিশ্চয় এ সমস্যার সমাধান হওয়া উচিত। খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ দাউদ বলেন, ‘বাজারের ময়লার দূর্গন্ধে ক্লাস করানো কঠিন হয়ে পড়েছে। কলেজের পাশে এতবড় বাজারের ময়লা ফেলানোর একটা ব্যবস্থা থাকা উচিত’। কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘কলেজের সীমানায় বাজারের পঁচা ময়লা আবর্জনার দুর্গন্ধে আমাদের ক্লাস করতে খুবই কষ্ট হয়। ইতোমধ্যে অনেকেই বমি করে অসুস্থ হয়েছেন। মুখে রুমাল চেপে আমরা ক্লাস করছি। আমরা দ্রæত এর প্রতিকার চাই’। শিরোমণি বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন যেহেতু বাজারটি কেডিএর সেহেতু এ সমস্যা কেডিএ কতৃপক্ষের দেখা উচিত। তিনি আরো বলেন ময়লার গাড়ি না থাকার কারনে কেডিএ ময়লা এখান থেকে নিতে পারছেনা। এ ব্যাপারে কেডিএ সিনিয়র বৈষয়িক কর্মকতা মাসুদুর রহমান বলেন, ‘অতিদ্রæত এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’। বিষয়টি দ্রæত সমাধানের জন্য কেডিএ উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা। 8,571,381 total views, 10,086 views today |
|
|
|