জুলাই ২৬, ২০১৯
বেনাপোলে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক-১
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৫ লাখ টাকা মূল্যের এক কেজি ওজনের একটি স্বর্ণেরবারসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। শুক্রবার (২৬ জুলাই) সকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে একজন ইজিবাইক চালক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক চেকপোস্ট থেকে ইজিবাইক চালক কামালকে আটক করা হয়। পরে তার ইজিবাইকের ক্যাশ বক্সের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় রাখা এক কেজি ওজনের স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। সে এই স্বর্ণ বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মুল্য ৪৫ লাখ ২০ হাজার টাকা বলে তিনি জানান। তবে স্বর্ণের প্রকৃত মালিক কে তা জানা যায়নি। আটককৃত আসামি কামালকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানার হস্তান্তর করা হয়েছে । 8,574,043 total views, 1,813 views today |
|
|
|