জুলাই ১৬, ২০১৯
ভাড়ায় চালিত মোটরসাইকেল চিহ্নিত না থাকায় বিড়ম্বনা
নূর মনোয়ার : কয়েক বছর আগেও সাতক্ষীরার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় চলাচলের জন্য সাইকেলের পিছনে কাঠের উপর স্পন্স দিয়ে যাত্রী পরিবহণ করা হত যা হেলিকপ্টার নামে পরিচিত। সেই হেলিকপ্টার এখন ইতিহাসের অংশ। নম্বই দশকের পর থেকে বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনের ফলে বৃদ্ধিপায় মানুষের ব্যস্ততা। প্রয়োজনীয় হয়ে ওঠে ইঞ্জিন চালিত যানের। একপর্যায়ে কদর বাড়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলের। সল্প খরচে অল্প সময়ের ব্যবধানে যাতায়াতের জন্য বর্তমানে সাতক্ষীরায় ভাড়ায় মোটরসাইকেল চালনা একটি পেশায় রুপান্তর হয়েছে। তবে ভাড়ায় চালিত এসব মোটরসাইকেল চিহ্নিত না থাকায় প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছে সাধারণ যাত্রী ও চালকরা। 8,508,569 total views, 2,023 views today |
|
|
|