জুলাই ৩, ২০১৯
হারিয়ে যেতে বসেসে মুখরুচি ফল ডেউয়া
রাকিবুল ইসলাম : দিন দিন হারিয়ে যেতে বসেছে মানুষের মুখরুচি ফল ডেববল। এর ইরেজি শব্দ ডেউয়া। ডেউয়া নামে শহর কিংবা গ্রামের মানুষেরা তেমন পরিচিত না। গ্রামে কিংবা শহরে ডেববল নামে পরিচিত। কিছু কিছু ফল আছে যেগুলোর খুব একটা পরিচিতি না থাকলেও তাদের রয়েছে অসাধারণ ভেষজ পুষ্টিগুণ। শীতকালের চেয়ে গ্রীষ্মকালেই এ ফল বেশি পাওয়া যায়। এ ফলের মধ্যে অন্যতম হচ্ছে ডেউফল বা ডেউয়া। দেশের প্রায় সব এলাকায় ফলটি পাওয়া যায়। এ ফলের বাইরের অংশটি থাকে অসমান। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ হয়। ফলটি অনেক উপকারী যা অনেকেরই অজানা। 8,509,610 total views, 3,064 views today |
|
|
|