ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ১২তম উল্টোরথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকালে জেলা জয়মহাপ্রভু সেবক সংঘের আয়োজনে ও সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দিরের সার্বিক সহযোগিতায় জেলা জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের সকল ধর্মের মানুষ তাদের স্ব স্ব ধর্মের আচার অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করে থাকে। পুরাণ মতে, প্রায় দু’হাজার বছর পূর্ব থেকেই রথযাত্রা-উৎসব প্রচলিত। এগুলোর মধ্যে শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা। উল্টোরথ মানে পুনর্যাত্রাও সামাজিক বৈশিষ্ট্যমন্ডিত। ভক্তদের বিশ্বাস, রথোপরি আসীন দেবমূর্তি দর্শন ও রথ টেনে নেয়ার সুযোগ দেবতার আশীর্বাদ লাভের সহায়ক। ঋতুবৈচিত্রের এ দেশে ষড়ঋতুর দ্বিতীয় ঋতু মানে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়। এর এক সপ্তাহ পর উল্টোরথ উৎসব হয়ে থাকে। রথোপরি ডানে প্রভু জগন্নাথ, মাঝখানে তাঁর বোন সুভদ্রা এবং বামে বলভদ্র।’ শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উৎসবের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্যাম সুন্দর মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারী। ফিতা কেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা জয়মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক দাশ সনাতন চন্দ্র, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পৌর কাউন্সিলার শেখ আব্দুস সেলিম, সদর এমপি’র পৌত্র মীর শেহমান ইয়ারদান, রথযাত্রা উদযাপন আহবায়ক কমিটির সদস্য সচিব আনন্দ কুমার সরকার প্রমুখ।
সাতক্ষীরায় উল্টোরথ যাত্রা উৎসব পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/