ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক রেকর্ডীয় সম্পত্তি দখল এবং পুলিশি হয়রানি ও খুন জখমের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের ছেলে শেখ আব্দুর রশিদ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, মৌতলা মৌজায় ২২ শতক জমি নিয়ে আমার সাথে একই এলাকার মসিউর রহমান ও শেখ আবু তাহেরের সাথে বিরোধ চলে আসছিল। উক্ত ২২ শতক জমির মধ্যে তারা পাবে মাত্র আড়াই শতক। অথচ তারা সম্পূর্ণ গায়ের জোরে ওই ২২ শতক পুরোটা দখলের পায়তারা চালাতে থাকে। এরই জের ধরে গত ৮ জুলাই মসিউর, আবু তাহের, শেখ জাকির হোসেন মুন ও মামুনসহ ৫/৬ জন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে আমার দীর্ঘ ৬০/৭০ বছরের ভোগ দখলীয় সম্পত্তির কাগজ পত্র দেখার নাম করে আমাকে ডেকে নিয়ে মারপিট ও লাঞ্চিত করে একটি ঘরে আটকিয়ে রাখে। আমি কোন রকমে পালিয়ে আমার বোনের বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করি। কিন্তু সেখানেও ওই মসিউর তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে খুঁজতে থাকে। আমার বোনের বাড়ির লোকজন আমাকে তাদের কথায় বের করে না দেওয়ায় তারা মোটা অংকের টাকা দিয়ে কালিগঞ্জ থানার পুলিশ কনস্টেবল তৌহিদসহ দুই পুলিশ সদস্যকে নিয়ে সেখানে আসে এবং হুমকি ধামকি দিয়ে আমাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা কিছু টাকা উৎকোচ নিয়ে চলে যায়। কনস্টেবল তৌহিদ চলে যাওয়ার পর আমি পালিয়ে সাতক্ষীরায় চলে আসি। এরপর আমার ছোট ছেলে ঢাকা প্রবাসী রবিউল ইসলাম বিষয়টি জানার পর মসিউরের কাছে ফোনে বিষয়টি জানতে চাইলে সে অবান্তর ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে আমার ছেলেও তাকে দু একটি গালিগালাজ করে। সুচতুর মসিউর তার গালিগালাজের অংশটুকু বাদ দিয়ে আমার ছেলের গালিগালাজের অংশটুকু রেকর্ড করে তার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়াসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, এই মসিউর এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। সে প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষের জমি জোর পূর্বক দখল, মারপিট, চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত। আমি প্রাণ ভয়ে সাতক্ষীরায় আসার পর সে আমার ওই ৬০/৭০ বছরের ভোগ দখলীয় সম্পত্তিতে ঘর নির্মাণ করে দখল করে নিয়েছে। এমতাবস্থায় আমি একজন বৃদ্ধ লোক হিসেবে আমার ভোগ দখলীয় এই সম্পত্তিটি মসিউর গং এর হাত থেকে উদ্ধার এবং আমার মারপিটের ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।##
সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক রেকর্ডীয় সম্পত্তি দখল এবং পুলিশি হয়রানি ও খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/