জুলাই ৬, ২০১৯
শেখ হাসিনার প্রচেষ্টায় ক্ষুদ্র-নৃগোষ্টি আজ স্বাবলম্বী : এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা ও কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা কৈখালী এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়েছেন। তাদের জীবনমান উন্নয়নের সাথে সাথে আজ তারা স্বাবলম্বী। তাদের আজ সংসারে অভাব অনটন নেই। তাদের সন্তানেরা উন্নত শিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত। সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করছে।’ 8,509,497 total views, 2,951 views today |
|
|
|