নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপে ভ্যানচালক শিশু শাহিন গুরুতর আহত হওয়ার ঘটনায় পুলিশ মূলহোতাসহ তিন জনকে আটক করেছে। সোমবার (১ জুলাই) সাতক্ষীরার কলারোয়া ও যশোরের কেশবপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ভ্যানসহ চারটি ব্যাটারী। আটককৃতরা হলো যশোর জেলার কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের বাবরালী মোড়লের ছেলে শিশু হত্যা চেষ্টার মূলহোতা নাইমুল ইসলাম নাইম (২৪), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের মৃত ভোলাই পাড়ের ছেলে আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রি (৬৫) এবং সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মৃত হামজের আলীর ছেলে বাকের আলী (৪৫)।
সোমবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, গত বৃহস্পতিবার (২৭ জুন) নাইমুলসহ অজ্ঞাত আরো তিন জন গোপন মিটিং করে তারা নাইমুলের মোবাইল ফোন থেকে ভ্যান চালক শাহিনকে ফোন দিয়ে বলে আগামী কাল শুক্রবার (২৮ জুন) কলারোয়ায় একটা ভাড়া আছে তুই সকালে কেশবপুর বাজারে চলে আসিস। এ সময় তারা তাকে সাড়ে তিন শত টাকা ভাড়াও দেবে বলে জানায়। এরপর সকালে তারা একসাথে শাহীনের ভ্যানযোগে কেশবপুর হাসপাতালের সামনে দিয়ে সরসকাটি চৌগাছা হয়ে ধানদিয়া জামতলা মোড়ে এসে ফাঁকা জায়গায় তার ভ্যানটি থামাতে বলে। এরপর তারা তাকে ভ্যানটি দিয়ে শাহীনকে বাড়ি যেতে বলে এবং বলে এ সম্পর্কে কাউকে কিছু বললে তোকে মেরে ফেলবো। পরে শাহীন ভ্যান দিতে রাজি না হলে তারা ক্ষিপ্ত হয়ে ভ্যানের সিটের উপর লোহার সাথে শাহীনের মাথায় জোরে কায়েকবার আঘাত করে তাকে পাট ক্ষেতে ফেলে রেখে তারা চার জন ভ্যানটি নিয়ে ঝাউডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। ঝাউডাঙ্গা বাজারে এসে তারা প্রথমে বাকের আলীর কাছে ৪টি ব্যাটারী ৬ হাজার ২৩৬ টাকায় বিক্রি করে। এরপর তারা কলারোয়া উপজেলার মির্জাপুর মোড়ে গিয়ে আরশাদ পাড় এরফে নুনু মিস্ত্রির কাছে ভ্যানটি ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। পরে তারা ওই টাকা ভাগাভাগি করে কেশবপুর চলে আসে।
প্রেসব্রিফিং এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ, বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রমুখ। তিনি আরো জানান, এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ।
শিশু শাহিনের মাথা থেতলে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩ ব্যাটারি ও ভ্যান উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/