জুলাই ২৭, ২০১৯
বেনাপোলে সীমান্তে ‘বন্দুক যুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ‘বন্দুক যুদ্ধে’ সুজন (৩২) নামে এক মাদককারবারী নিহত হয়েছেন। এ সময় বিজিবি’র এক হাবিলদার আহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক চোরা কারবারি বলে দাবি করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে তিনশ’ বোতল ফেনসিডিল ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তে বিজিবি’র সঙ্গে এ ‘বন্দুক যুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় বিজিবি’র এক সদস্য আহত হয়েছে উল্লেখ করে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়, নিহত ব্যক্তি মাদক চোরা কারবারি। নিহত সুজন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ীর দল ফেনসিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের দেখে কয়েকটি বোমা নিক্ষেপ করলে আকমল হোসেন নামে এক বিজিবি’র হাবিলদার আহত হন। পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিজিবির গুলিতে সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা নিঃষ্ক্রীয় করার জন্য র্যাবের বোমা ডিসপোজাল টিম কাজ করছেন। 8,573,281 total views, 1,051 views today |
|
|
|