Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় নির্মাণ শ্রমিকের উপর অতর্কিত হামলায় আহত-৫

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গিয়ে এক ভবন নির্মাতার সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হলেন নির্মাণ শ্রমিকের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে। সূত্রে জানা যায়, দক্ষিণ সারসা গ্রামের রেজাব শেখের পুত্র বশির শেখ নিজ জমিতে একটি ১ তলা পাকা ভবন নির্মাণ করার জন্য পার্শ্ববর্তী কাটাখালী গ্রামের মৃত মোক্তার সরদারের পুত্র রাজমিস্ত্রি শামছুর রহমান ও তার সঙ্গীদের সাথে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২২ জুলাই সোমবার রাত ১১ টায় ছাদের ঢালাই কাজ শেষ হয়। ছাদ ঢালাই শেষে ঘর মালিক বশিরের কাছে ৫০ হাজার টাকা পাওনা হয় রাজমিস্ত্রি শামছুর রহমানের। চুক্তি অনুযায়ী ঢালাই শেষে টাকা পরিশোধ করার কথা থাকলেও সোমবার রাতে কাজ শেষে টাকা দিতে গড়িমসি করে বশির শেখ। এক পার্যায়ে পরদিন মঙ্গলবার সকালে টাকা দিবে বলে বশির শেখের স্ত্রী তাসলিমা খাতুন ওয়াদা করে। ওয়াদা অনুযায়ী সকাল ৯টার দিকে টাকা চাইতে আসা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে বশির, বশিরের স্ত্রী তাসলীমা খাতুন, বড় ভাই রমজান শেখ, ও ভাড়াটিয়া সন্ত্রাসী সরুলিয়া গ্রামের মহিউদ্দীন সরদারের পুত্র আমিনুর সরদার নির্মাণ শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে তালা সরকারী হাসপাতালে ভর্তি হয় কাটাখালী গ্রামের মৃত মোক্তার সরদারের পুত্র রাজমিস্ত্রি শামছুর রহমান (৪০), শামছুর রহমানের পুত্র আল আমিন (১৯), সাত্তার গাজির পুত্র চঞ্চল গাজি (২৯), মৃত হায়দার আলীর পুত্র মোখলেসুর রহমান (৩০) ও আকবর মোড়লের পুত্র আমিনুর মোড়ল (২৪)। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান, বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version