Site icon suprovatsatkhira.com

ঢাকায় গার্মেন্টস ব্যবসায়ী আলম হত্যার প্রতিবাদে: আশাশুনিতে মানববন্ধন

সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির কলিমাখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে ঢাকা, উত্তরার গার্মেন্টস ব্যবসায়ী তাছলিম আলমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীউলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজার সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
কয়েক হাজার নারী পুরুষের উপস্থিতিতে নিহতের আত্মীয় সমাজসেবক ওসমান গনীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাবু, তামজিদ আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, গার্মেন্টস ব্যবসায়ী তাছলিম আলমকে ২৯ জুন সকালে অপহরণ করা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল সেটটি বন্ধ করে রাখা হয়। ৩০ জুন রাত ১২টার দিকে আলমের ফোনে রিং হলেও কেউ রিসিভ করেনি। এরপর কিছুক্ষণ পর আলমই ফোন করে তার মায়ের সাথে এক মিনিট এগারো সেকেন্ড কথা বলে। এ সময় সে ভাল আছি এবং বেঁচে থাকলে আবার দেখা হবে বলে মায়ের কাছে দোয়া চায়। এরপর ১ জুলাই দুপুর তিনটার দিকে সে মায়ের ফোনে ম্যাসেজ পাঠিয়ে লিখে ‘ মা আমার জন্য দোয়া কর, বিপদে আছি, সময়মত বাড়ি আসব’।
এরপর ওইদিন রাত ১১টার দিকে তার ফোন অন্য লোক (রেল পুলিশ) রিসিভ করে জানায় উত্তরা আট নং সেক্টরে রেলগেটের তার (আলম) মৃতদেহ পড়ে আছে।
নিরীহ ছেলে আলমকে অপহরণ করে তিনদিন পর অত্যন্ত পরিকল্পিত ভাবে নৃশংসভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। অবিলম্বে এর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে শ্রীউলা ইউনিয়নবাসী আরও বড় আন্দোলনে রাজপথে নামবে।
ক্যাপশান ব্যবসায়ী আলম হত্যার প্রতিবাদে শ্রীউলায় কয়েক হাজার নারী-পুরুষের মানববন্ধনের একাংশ

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version