নূর মনোয়ার : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বৌভাত ও সংবর্ধনা। শনিবার (১৩-জুলাই) দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় জাঁকজমক পূর্ণ এ আয়োজন। নববধূর আগমন উপলক্ষ্যে বাড়ির সামনে সাজানো হয় সুউচ্চ গেট। গোটা বাড়ি সাজানো হয় বর্ণিল সাজে। বর-কনের আসনও সাজানো হয়েছে ফুল, রঙিন আলো ও রং বেরংয়ের রঙিন কাপড়ের সংমিশ্রণে। বাড়িতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সুধীজন এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষদের আগমনে মুখরিত হয় তারকা ক্রিকেটারের বৌভাত অনুষ্ঠানটি। দুপুর থেকে শুরু হওয়া বৌভাত অনুষ্ঠানের অতিথিরা আসতে শুরু করে সকাল থেকেই। তবে এই আনন্দের দিনও মিডিয়ার সামনে চুপ হয়ে ছিলেন মোস্তাাফিজুর রহমান। বাড়িতে সুসজ্জিত আসরে বধূ সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন কিছুক্ষণ। তবে এসময় সবার সাথে ফটো সেসনে অংশ নিলেও তিনি কোন কথা বলেননি। মোস্তাফিজের পিতা আবুল কাশেম জানান, পরিবারের পছন্দে মোস্তাফিজের বিবাহ সম্পন্ন হয়। বৌভাতে আমন্ত্রিত অতিথি আড়াই হাজার তবে আমাদের অতিথি তিন হাজার ছাড়িয়েছে। মোস্তাফিজ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লর্ডস স্টেডিয়ামে ৫ উইকেট শিকার করে অনার্স বোর্ডে স্থান পাওয়ায় আমরা অনেক আনন্দিত। আশা করি বাংলাদেশের ছেলেরা ভালো খেলে আগামীতে বিশ্বকাপ এনে দেবে। সামনে শ্রীলংকার সাথে ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিমের সফলতা কামনা করেন তিনি। এ সময় নবদম্পতির জন্য দেশবাসির কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। নববধূ সুমাইয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা রওনাকুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকেন গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। পাঁচ লাখ টাকা দেনমোহরে গত ২২ মার্চ বিয়ে হয়েছিল তাদের। সে ২০১৮ সালে দেবহাটার সখিপুর খানা বাহাদুর আহাসানউল্লা কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাস করে। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে গোল্ডেন এ-প্লাস পেয়ে এসএসসি পাস করে।
মোস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু জানান, মায়ের পছন্দের পাত্রীর সাথে ছোট ভাই মোস্তাফিজের বিবাহ হয়। এই মুহুত্বে জাতীয় দলের সব খেলোয়াড় দেশে না থাকায় পরবর্তিতে আর একটি অনুষ্ঠান করবো ঢাকাতে। সেখানে বিসিবি কর্মকর্তা ও জাতীয় দলের খেলোয়াড়দের সুবিধা মত দিনে অনুষ্ঠানটি করার পরিকল্পনা আছে। তিনি আরও বলেন মোস্তাফিজের এ সফলতায় আমরা খুশি তবে বেশি খুশি হোতাম যদি তার এ সফলতাকে ভিত্তি করে দেশ বিজয়ী হতো তাহলে। মোস্তাফিজের বিবাহউত্তর বৌভাত অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জাকজমকপূর্ণ আয়োজনে মোস্তাফিজের বৌভাত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/