জুলাই ১০, ২০১৯
কৈখালীতে কালিন্দী নদীর ওয়াপদার বেড়িবাঁধে ভাঙন
ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের কালিন্দী নদীর ওয়াপদার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধটি দ্রæত সংস্কার করা সম্ভব না হলে জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা ইউনিয়ন। এ কারণে বর্তমানে এই এলাকার মানুষের দিন কাটচ্ছে ভাঙন আতঙ্কে। ওয়াপদার বেড়িবাঁধের পাশে বসাবসকারী পূর্ব কৈখালীর কালিন্দী পাড়া, মৌ কাটলা পাড়া, কুমারমারি পাড়া, দক্ষিণ কৈখালী, পশ্চিম কৈখালী এলাকার মানুষের রাতের চোখের ঘুম কেড়ে নিয়েছে নদী ভাঙন। যে কোন মুহুত্বে কালিন্দী নদীর গর্ভে চলে যেতে পারে ৪শ পরিবার। লোনা পানিতে ভরে যাবে হাজার হাজার বিঘা ফসলি জমি। ঘটনাস্থলে যেয়ে দেখা গেছে, কালিন্দী নদীর ওয়াপদার বেড়িবাঁধ ভাঙনে রাস্তটি অর্ধেক হয়ে গেছে। যে কোন মূহুত্বে নদীর জোয়ারে বেড়িবাঁধ নদীর গর্ভে চলে যেতে পারে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা পওর বিভাগ-১ এর অধিনস্থ ০৫ নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ভেটখালী পওর শাখার মাছুদ রানা বলেন, জায়গাটি খুবই ঝুঁকিপূর্র্ণ। আমরা বাজেট তৈরি করে রেখেছি। বাজেট না আসলে তো কিছু করা যাচ্ছে না। দ্রুত বেড়িবাধ সংস্কারের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্যসহ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী । 8,509,217 total views, 2,671 views today |
|
|
|