Site icon suprovatsatkhira.com

কষ্ট

ছোট বেলা থেকে কষ্ট-আজও হয়নি শেষ,
কবে যাবে কষ্ট না এটাই বেশ।
লাটিমের মত ঘুরিতেছি নাহী হলো শেষ,
এ কথা আজ কার কাছে করবো যে পেশ।
বড় হয়েছি অনেক বড়-দুখের বোঝা নিয়ে,
এত কষ্ট বলবো আজি কার কাছে গিয়ে।
কোথায় সান্তনা বাস্তব জীবনে নাই পেলাম সুখ,
পারলাম না কিছু করতে-নিয়ে গেলাম দুখ।
এসব নিয়ে আর ভেবনা ঘামাও তোমার শির,
অর্থ হলে তুমি হবে এই ভবেতে বীর।
সম্পদের কষ্ট-অর্থ কষ্ট সন্তানের কষ্ট,
তাইতো এবাদত করতে পারিনি- জীবন হয়েছে নষ্ট।
বিধাতা নিবেন না হিসাব ঐ পরকালে,
আমি যে অসহায় বন্দি তেমার জালে।
দয়া না করিলে-শাস্তি দিও যত খুশি পারো,
না বলব না যত খুশি আমায় তুমি মারো।
আশা থাকলো বাসনা থাকলো মনের ভিতর ভরা,
সাধ মিটিল না এই দুনিয়ায় বেঁচে থেকেই মরা।
মরার বিচার কি নিয়ে করবে তুমি রহমান,
তোমার হোক জয় রও তুমি বহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version