বাড়িয়ে দাও হাত দুখানি
হৃদয় মেলে ধরো
আমার বুকের বকুলতলায়
পুষ্প হয়ে ঝরো।
বসন্তকাল, ব্যাকুল বাতাস
রঙিন পাতা নাচে
পথের ধারে বৃক্ষসারি
মুগ্ধ হয়ে আছে।
পলাশ এবং শিমুল বনে
অযুত অগ্নিরেখা
অতিক্রান্ত ধুলোর মেঘে
আবার পত্রলেখা।
আবার সুললিত পাখি
কণ্ঠে তোলে গান
বুকের বকুলতলা আজও
পুষ্পবিহীন, ¤øান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/