জুলাই ১০, ২০১৯
আমেরিকান কর্ণার খুলনাতে দিনব্যাপী পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনা এর উদ্যোগে তরুন প্রজন্মের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার লক্ষে গতকাল (১০ জুলাই) দিনব্যাপী এক পরিবেশ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। সকালে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জাহিদ হোসাইন। তিনি বলেন, আমরা সবাই পরিবেশের অংশ পরিবেশ ঠিক না রাখলে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিবে। তরুন প্রজন্মকে যার যার অবস্থান থেকে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। এনইউবিটি সব সময় এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচী হাতে নিয়ে থাকে এবং ভবিষ্যতেও নিবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. মনিরুল ইসলাম, ছাত্র বিষয়ক পরিচালক, রাজীব হাসনাত শাকিল, আমেরিকান আইভিএলপি অ্যালামনাই তৈহিদুর রহমান, আমেরিকান কর্ণার এর কো- অডিনেটর ফারজানা রহমানসহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবকরা । অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো ছায়াবৃক্ষ, পরিবর্তন খুলনা, ইয়োথ নেক্সস,ও এনইউবিটির এনভায়ারমেন্ট ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি। 8,570,819 total views, 9,524 views today |
|
|
|