ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় এমপি রবি বলেন, “সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ১০/১৫ বস্তা ঔষধ মাটিতে পুঁতে ফেলার ঘটনায় বর্তমানে হাসপাতালে রোগীদের জন্য ঔষধ সংকট দেখা দিয়েছে। হাসপাতালে জনবল সংকটের কারণে বহিরাগত ও হাসপাতালের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না। দ্রæত এ সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ জরুরী। জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এই সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতাল। হাসপাতালটি এখনও সম্পুর্ণ রুপে চালু হয়নি। তবে দ্রæত চালু করে সাতক্ষীরাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা করতে হবে। আমার সাতক্ষীরার অসহায় মানুষ যেন টাকার অভাবে বিনা চিকিৎসা মারা না যায়, এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। সাতক্ষীরার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা দিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্রণী ভূমিকা রাখবে।’
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত¡াবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ডা. হরষিত চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জি.এম আলমগীর কবির।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/