নিজস্ব প্রতিনিধি: “ডেঙ্গুমুক্ত দেশ চাই,পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ জুলাই সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা জনসচেতনতামূলক র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন কার্যালয় যেয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজন র্যালিতে নেতৃত্বে দেন জেলা প্রশাসক এস,এম,মোস্তফা কামাল।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. শাহিন,সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রফিকুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার এস,এম,আবদুল্লা আল মামুন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী প্রমুখ। র্যালিতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়রসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/