Site icon suprovatsatkhira.com

বেনাপোলে ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর সীমান্তের চরের মাঠ এলাকার ইছামতি নদী থেকে সোমবার সকাল ৯ টার সময় এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম ইশারত আলী (২৮)। সে বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।
ইশারতের পরিবার সূত্র জানায়, সে বাড়ি থেকে রাগারাগি করে তিন দিন আগে নিখোঁজ হয়। সে একজন মৃগী রোগী। এরপর অনেক খোজাখুজির পর তার লাশ ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর সীমান্তের চরের মাঠে ইছামতি নদীতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এলাকার একটি সূত্র দাবি করে বলেছে ইশারত একজন চোরাচালানি। সে ও তার ভাই ইমারত এবং তাদের কয়েকজন সহযোগী গত তিন দিন আগে ভারত যায় ভারতীয় পণ্য আনতে। এরপর ভারত থেকে ফেরার সময় ইছামতি নদী পার হওয়ার পার ইশারতকে আর পাওয়া যায়নি। তবে ইশারতের মৃগী রোগ ছিল। ইশারতকে বিগত তিন দিন খোঁজাখুঁজির পর ইছামতি নদীতে ভেসে উঠা লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের সময় তার নাকে ও গালে রক্ত ছিল। এবং গাল মুখ ফুলা অবস্তায় পুলিশ লাশটি উদ্ধার করে।
দেলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মুজিবর বলেন, গত দুই দিন যাবৎ ইশারতের পরিবার আমাদের কাছে অভিযোগ করে ইশারতকে পাওয়া যাচ্ছে না। সেই থেকে তার পরিবার এর লোকজন সীমান্তের ইছামতি নদীতে লাশ খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে তার লাশটি ইছামতি নদীতে ভাসতে দেখে। এরপর বিজিবিকে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, লাশ উদ্ধারের সময় তার গালে মুখে রক্ত দেখতে পাওয়া গেছে। তবে ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবে না সে কিভাবে মারা গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version