Site icon suprovatsatkhira.com

দেবহাটায় আনসার-ভিডিপি সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ!

ডেস্ক রিপোর্ট: দেবহাটায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের ডিউটি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলার আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত প্রশিক্ষক নার্গিস বেগমের বিরুদ্ধে। দূর্নীতির সঙ্গে ইউনিয়ন দলনেতা ও কিছু আনসার-ভিডিপির সদস্য জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ৮শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৪৯ হাজার ২শ ১৫ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬শ ২১ জন মহিলা। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে পুলিশ এবং একজন পিসি, একজন এপিসি, ছয়জন পুরুষ, চারজন নারীসহ ১২ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
বুধবার (৩ জুলাই) সকাল থেকে দিনব্যাপী উপজেলা আনসর ভিডিপির অফিসে পিসিদের ৩৪৬০ টাকা এবং সদস্যদের ৩১৬০ টাকা দেওয়া হয়েছে। টাকা নেওয়ার পরে অধিকাংশ আনসার ও ভিডিপির সদস্যের সাথে কথা বলে জানা যায় বিগত উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটি নেওয়ার আগে তাদের প্রত্যেকের কাছ থেকে ৫শ’ থেকে ৭শ’ করে টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত প্রশিক্ষক নার্গিস বেগম। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য তাদের এলাকার দলনেতার কাছে উক্ত টাকা জমা দিতে হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত কয়েকজন আনসার সদস্য সত্যতা স্বীকার করে বলেন, টাকা না দিলে ভোটের ডিউটি করতে দিবে না এই ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। তাদের এই টাকা প্রত্যেক দলনেতাদের মাধ্যমে প্রদান করা হয়েছে বলে জানান।
একজন ইউনিয়ন আনসার দলনেতা জানান, নির্বাচনের দিন কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য আনসার সদস্যের নিকট ৫শ’ থেকে ৭শ’ টাকা করে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিয়েছি। রিদদ সদস্যদের কাছ থেকে ৫শ’ থেকে ৭শ’ টাকা করে আদায় করতে খুব কষ্ট লাগে। তারপরও অফিসারদের মন রক্ষা করার জন্য এসব টাকা উত্তোলন করা হয়।
এবিষয়ে উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত প্রশিক্ষক নার্গিস বেগম অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো কাছ থেকে টাকা নেয়নি। আমার নাম ব্যবহার করে যদি কেউ অর্থ আদায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version