Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা কালিগঞ্জ অফিসের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। তিনি বলেন, পত্রিকাটি মাত্র এক বছরে যে পাঠক প্রিয়তা অর্জন করেছে তা বহু বছরেও অনেক পত্রিকার পক্ষে সম্ভব হয় না। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে পত্রিকার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এটা করতে ব্যর্থ হলে মানুষ বিভ্রান্ত হয় এবং সেটা ভালভাবে নেয় না। এজন্য খবরের অন্তারালের খবর বের করে নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে জনকল্যাণে আরও বেশি ভূমিকা রাখার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।
চাম্পাফুল প্রতিনিধি বাপী সরকারের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি। তিনি বলেন, সুপ্রভাত সাতক্ষীরা আমার অত্যন্ত পছন্দের পত্রিকা। এটি আমি নিয়মিত মনোযোগ সহকারে পড়ি। বিশেষ করে পত্রিকার সংবাদ পরিবেশনের মান অত্যন্ত চমৎকার। পাঠকের চাহিদা পূরণে পত্রিকা কর্তৃপদ আন্তরিক হওয়ায় অতি অল্প সময়ে পত্রিকাটি সর্ব শ্রেণির পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তিনি সুপ্রভাত সাতক্ষীরার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সুপ্রভাত সাতক্ষীরার সহকারী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ম্যানেজার তরিকুল ইসলাম, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম ও অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধি জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম ও রাজবুল হাসান রাজুর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুপ্রভাত সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি মীর খায়রুল আলম, সাংবাদিক হাফিজুর রহমান, আফজাল হোসেন, হাবিবুল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version