Site icon suprovatsatkhira.com

কপিলমুনির বিশ্বাস পল্লীতে দুর্বৃত্তদের হামলা

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনি সদরে অবস্থিত নাছিরপুর মনসা বাড়ি সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বাস পল্লীতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রতিমা বিশ্বাস (৪৫) গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নাছিরপুর গ্রামের মনসা বাড়ি নামক স্থানে অবস্থিত বিশ্বাস পল্লীর বাসিন্দা জয়দেব বিশ্বাসের ছেলেসহ এলাকার অনেক ছেলেরা সংঘবদ্ধ ভাবে বিকালে তাদের পাড়ার অভ্যান্তরে অবস্থিত জনৈক নিয়াম মাস্টারের পরিত্যক্ত ফাঁকা জমিতে ফুটবল খেলছিল। ্এসময় প্রতিবেশী রশিদ কারিকরের স্ত্রী নকি বেগম এসে বিশ্বাস সম্প্রদায়ের জাত উল্লেখ্য করে গালাগালি করতে থাকে। এক পর্যায় জয়দেবের স্ত্রী এসে কথার প্রতিবাদ করলে বাধে-বিপত্তি। এসময় নকি বেগম ফোনে তার সন্তান রুবেল গাজীকে বাড়িতে ডেকে আনে। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীনবন্ধু নামের এক যুবকের সাথে কথা কাটা-কাটির এক পর্যায় তারা উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমতাবস্থায় রুবেল প্রতিমা বিশ্বাসের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। উপস্থিত এলাকাবাসী তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্যত্র রির্ফাড করেন। আহত প্রতিমা বিশ্বাস পার্শ্ববতী তালা উপজেলার সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এদিকে উক্ত ঘটনার খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল। তবে উল্লেখিত ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version