জুন ১১, ২০১৯
‘বি নেগেটিভ’ রোগীর শরীরে দেওয়া হলো ‘ও পজেটিভ’ রক্ত!
খুলনা প্রতিনিধি: খুলনায় পায়ে ব্যথা নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হওয়া ফাতেমা বেগম নামের পঞ্চাশোর্ধ এক নারীর শরীরে ‘বি নেগেটিভ’ রক্তের পরিবর্তে পুশ করা হয়েছে ‘ও পজেটিভ’ রক্ত। এর পর থেকে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ রোগীর স্বজনরা ওই ক্লিনিকের মালিক ও কথিত ডাক্তার কামরুজ্জামানকে মারধর করে অবরুদ্ধ করে রেখেছেন। সোমবার দুপুরে নগরীর শিপইয়ার্ড রোডস্থ আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। রোগী ফাতেমা বেগম নগরীর লবণচরা পুঁটিমারি এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। সোমবারই তাকে ওই ক্লিনিক থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসার ব্যয়ভার বহনের শর্তে ক্লিনিক মালিক ও কথিত ডাক্তার কামরুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেনি রোগীর পরিবার। 8,572,824 total views, 594 views today |
|
|
|