Site icon suprovatsatkhira.com

মোবাইল ফোন চার্জ দেওয়ায় আগুন : যশোর হাসপাতালে আতঙ্ক

যশোর প্রতিনিধি: মোবাইল ফোন চার্জ দেওয়ার পর বৈদ্যুতিক সমস্যা থেকে অগ্নিকান্ডের ঘটনায় যশোর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শুক্রবার (১৪ জুন) এ ঘটনা ঘটে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের তত্তাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু।
হাসপাতালের ওয়ার্ডবয় আশরাফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মহিলা ওয়ার্ডের ১৫ নম্বর বেডে এক রোগীর স্বজন মোবাইল ফোন চার্জ দেন। এসময় সুইচবোর্ড থেকে ধোঁয়া বের হতে শুরু করে। পরে তা আগুনে রূপ নেয়। ওইসময় ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে তারা এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।
হাসপাতালের সিনিয়র নার্স শিরিন সুলতানা বলেন, বৈদ্যুতিক সুইচবোর্ডে হঠাৎ করেই আগুন ধরে যায়। পরে হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিক তা নেভানো হয়।
যশোর কোতোয়ালি থানার এসআই লিটন সরদার বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। হঠাৎ অগ্নিকান্ডে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version