Site icon suprovatsatkhira.com

ভারতে পাচার হওয়া ৫ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল থেকে এম ওসমান : যশোর বেনাপোল সিমান্ত দিয়ে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি কিশোর ও ১ কিশোরীকে ফেরত দিয়েছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। শনিবার বিকাল ৫টায় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদেরকে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমানের হাতে তুলে দেয়।
আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, এসব বাংলাদেশি কিশোর-কিশোরী দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে কলকাতার বারসাত কিশোলয় নামে একটি শেল্টার হোমে তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু’দেশের যোগাযোগের মাধ্যম তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version