পাটকেলঘাটা প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটার জুজখোলার সোলকিয়ার বিলে অনুষ্ঠিত খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে। সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় পাটকেলঘাটার মিনিস্টার শো রুমের পক্ষ থেকে ১ম বিজয়ীকে একটি ফ্রিজ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তালা-পাটকেলঘাটার সার্কেল এসপি হুমায়ুন কবির।
জুজখোলা গ্রামের আব্দুল ওহাবের সাদা ঘোড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যশোরের অভয়নগর থেকে আগত আনোয়ার হোসেনের পাখি নামক ঘোড়াটি ২য় স্থান অধিকার করে। মাগুরা জেলার কামরুল ইসলামের ঘোড়াটি ৩য় স্থান অধিকার করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলন মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসএ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শাহিন গোলদার, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকের পরিচালক পুলক পাল, পাটকেলঘাটার হারুণ অর রশিদ কলেজের ইংরেজী প্রভাষক সাংবাদিক নাজমুল হক, সাংবাদিক গাজী আশরাফ, সাংবাদিক মফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান ও আব্দুর রাজ্জাক। পরিচালনায় ছিলেন মেহেদী হাসান বাবু ও আতাউর রহমান।
পাটকেলঘাটায়ঘোড় দৌঁড় প্রতিযোগিতায় অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/