কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় মোসলেম গাজী (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজায়মারী গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।
শুক্রবার (১৪ জুন) রাত ১১ টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য মোসলেমকে আটক করেন। শনিবার (১৫ জুন) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, ডাকাতির ঘটনায় মোসলেম আলীকে আটক করা হয়। থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে সে ডাকাতির কথা স্বীকার করেছে। আমরা এই ডাকাতির সাথে জড়িত অন্য সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
প্রসঙ্গত: গত সোমবার (১০ জুন) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী গ্রামের মৃত নুর আলীর ছেলে নুর মোহাম্মদ ওরফে বাবু (৪৫) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
মুখোশধারী সশস্ত্র ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগত ৪০ হাজার টাকা, ৪ টা সোনার চেইন, ২ জোড়া হাতের বালা, ২ জোড়া কানের দুল এবং ২ টি টার্চ মোবাইল নিয়ে গেছে বলে পরিবারটির দাবি।
এসময় ভুক্তভোগী নুর মোহাম্মদ ওরফে বাবু’র তার স্ত্রী হোসনে আরা (৩৭) চিৎকার দিলে ডাকাতরা লোহার রড় দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। ডাকাতদের কাছে ককটেল, রাম-দা ও লোহার রড় ছিলো বলে তারা জানান।
কালিগঞ্জে ডাকাতির ঘটনায় আটক ১
https://www.facebook.com/dailysuprovatsatkhira/