দুপুর বেলায় গাছের শাখায় হলদে পাখির ছানা
দুষ্টু বালক দুখু এসে সেথায় দিলো হানা,
কিচির মিচির করছে পাখি নেইকো তবু ছাড়া
পাখির বাসা ভাঙতে হবে মন দিয়েছে তাড়া।
কখনো তার হাতে বাঁশি বাজায় আপন মনে
হালকা হাওয়ায় সুর ভেসে যায় সবার হৃদয় কোণে,
সবাই তখন মুগ্ধ হয়ে জুড়ায় শুকনো হিয়া
ঐ ছেলেটি আর কেউ নয় ছোট্ট দুখু মিয়া।
ছোট দুখু কিশোর তবু গান করে সে ভালো,
তার গানেতে জাদুর পরশ মন ভরিয়ে দিলো,
দুখু মিয়া জোয়ান যখন ঝাঁকড়া মাথায় চুল
বুকের মাঝে অসীম সাহস যেন শার্দুল।
জেল জুলুমের ধার ধারে না নেইকো মরণ ভয়
স্বাধীনতা চায় সে কেবল স্বাধীনতা চায়,
আমরা হবো মুক্ত স্বাধীন ঐ বালকের মতো
শ্বেত ভালুকের এই দেশেতে করতে হবে নত।
তার নামটা রাখতে মনে হয় কি কারো ভুল?
তিনি বাংলার বিদ্রোহী কবি আমাদের নজরুল।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/