প্রেস বিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ‘উগ্রবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মিলানায়তনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহযোগিতায় ছাত্র সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির। তিনি বলেন, জঙ্গীবাদ দমনে তরুণ প্রজন্মকে এক সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার উপাচার্য, প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল¬াহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার কেএমপি (দক্ষিন) এহসান শাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশরাফুল আলম, উপ- পুলিশ কমিশনার (ট্রফিক) কামরুল ইসলাম। অনুষ্ঠানে উগ্রবাদ প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডিএমপির এস.এম নাজমূল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনউবিটি খুলনার উপ-উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন।
এনইউবিটি খুলনাতে সেমিনার অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/