একটি মাস শুধু চেয়েছি,
ক্ষমা করো দয়া করো।
তোমারি আরশে মগ্ন আছি,
মাফ করো আমাকে সুস্থ করো।
উল্লাসে ভেসে যায় গন্ধ,
বাড়ী বাড়ী উৎসব-আনন্দ।
মিলেমিশে সবে একাকার আজ,
নতুন এর সাথে নতুন করে নিজে সাজ।
বছর ঘুরে এলো মুসলমানের দ্বারে,
রমজানের পরে আনন্দে যায় ভরে।
ছোট বড় সবই কোলাকুলি করে,
চলি একই সাথে পথ মোরে।
মোরা ভাই ভাই একে অপরের
এভাবে খুঁজে পাই নিজেকে নিজের।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/