মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ভিজিএফের তালিকায় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রী, ধনাঢ্যদের নাম, ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম খতিয়ে দেখতে ইউএনও সরেজমিন পরিদর্শন শেষে ফিরে আসার পর প্রতিবাদকারী এক ইউপি সদস্য লাঞ্ছিত হয়েছেন। রোববার উপজেলার রোহিতা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসব ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পিআইও বললেন, টিআর, কাবিখা, কর্মসৃজন প্রকল্প, ননওয়েজের কাজ, সোলারবাতি নিয়ে সময় দিতে গিয়ে হাফিয়ে উঠেছি। তার উপর পার্শবর্তী ঝিকরগাছা উপজেলার অতিরিক্ত দায়িত্বতো রয়েছে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলায় অতিদরিদ্রদের জন্য ৯৫৬.৪৩ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। ১৭ ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে বিভাজনের মাধ্যমে ৬৩ হাজার ৭৬২ জন অতিদরিদ্রের জন্য ভিজিএফের কার্ড প্রণয়ন করা হয়। প্রতি কার্ডধারীর বিপরীতে ১৫ কেজি চাল বরাদ্দ হয়। ইতোমধ্যে চাল বিতরণ শুরু হয়েছে।
রোববার সকালে উপজেলার চালুয়াহাটি, রোহিতাসহ কয়েকটি ইউনিয়নে যান ইউএনও আহসান উল্লাহ শরিফী। চালুয়াহাটি ইউনিয়নে চাল ওজনে কম দেয়ার বিষয়টি হাতনাতে ধরে ফেলেন তিনি। পরে তার উপস্থিতিতে সঠিক ওজনে চাল বিতরণ করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হামিদ।
এদিকে ভিজিএফের কার্ডের তালিকা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গরীবের তালিকায় ঠাঁই মিলেছে ধনাঢ্য ও স্থানীয় অবস্থাশালী আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্যদের নাম।
এবার রোহিতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ভিজিএফের কার্ড প্রণয়নের দায়িত্ব পেয়ে ওয়ার্ডের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মহব্বত আলী ওয়ার্ডের ৪১৫ জন গরীবের তালিকায় নিজের স্ত্রী কল্পনা বেগমের নাম ঢুকিয়েছেন। স্মরণপুর গ্রামেই রয়েছে তার দোতলা বাড়ি। একই ওয়ার্ডের সেকেন্দার আলী নামে গৃহস্থ যার এক তলা ছাদের বাড়ি রয়েছে। তালিকার ১৮২ ও ১৬৫ সিরিয়াল দু’টি সেকেন্দার ও তার স্ত্রী আঞ্জুয়ার। অথচ পাশেই খুপড়ি ঘরে থাকেন রবিউল ইসলাম। তার নাম তালিকায় আসেনি।
ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন, সম্পাদক মহব্বত আলী করেছেন। অনিয়মের প্রতিবাদ করায় রোহিতা বাজারে শের আলী নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে তাকে লাঞ্ছিত করেন মহব্বত আলী, আক্তার হোসেনসহ কয়েকজন।
আক্তার হোসেন ও মহব্বত আলী লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে বলেন, তালিকা ঠিকঠাক করা হয়েছে। তালিকায় নাম নিয়ে তোলপাড় শুরু হলে পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ লুকোচুরি শুরু করেন। তিনি প্রথমে তালিকায় কোন ধনাঢ্যের নাম নেই জানালেও পরে বলেন, ছিলো কেটে দেয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবু আনছার বলেন, তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, ইউপি সদস্যরা করেছেন। মহব্বত জঘন্য কাজ করেছেন বলেও তিনি মনে করেন।
ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, অনিয়ম ঠেকাতে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে মনিটরিং করেছেন।
মণিরামপুরে ভিজিএফের তালিকা ও চাল বিতরণে অনিয়ম গরীবের তালিকায় আ’লীগ নেতার স্ত্রী, ধনাঢ্যদের নাম
https://www.facebook.com/dailysuprovatsatkhira/