সমীর রায়, আশাশুনি: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আশাশুনির বুধহাটায় আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সকাল ১১টার দিকে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ.ব.ম মোছাদ্দেক। সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গ্রামপুলিশ ও সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় করেন আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম। তিনি আসন্ন ঈদ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বুধহাটা বাজারসহ পাশর্^বর্তী সকল হাট বাজার এলাকার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সজাগ থাকার অনুরোধ করেন। তিনি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোন প্রকার বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা দিলে বা শৃংখলা ভঙ্গের চেষ্টা করা হলে সাথে সাথে থানাকে অবহিত করতে বলেন। তিনি পুলিশকে সহযোগিতা করে সুন্দর পরিচ্ছন্ন সমাজ গড়তে সকলের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন এসআই আবু হাসান, ইউপি সদস্য শফিউল আলম খোকন, রেজওয়ান আলি, মতিয়ার রহমান, আলতাফ হোসেন, শীষ মোহাম্মদ জেরী, ব্যবসায়ী মানিক হোসেন, আছাদুল ইসলাম, বিভাষ দেবনাথ প্রমুখ।