বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোস্তফা নুর মোহাম্মদ (৫৫) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯ টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরজন জুলফার ওষুধ কোম্পানির প্রতিনিধি রাসেদুজ্জামানের (৪৫) অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যা সাতটার সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজারে মুড়ির মিলের সামনে সাতক্ষীরা শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোস্তফা নূর মোহাম্মদ (৫৫) ও জুলফার ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেডের প্রতিনিধি রাশেদুজ্জামান (৪৫) মোটরসাইকেলযোগে সাতক্ষীরা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যশোরমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দু’জনই মারাত্মক আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকালে ডাক্তার মোস্তফা নুর মোহাম্মদ মারা যান । ডাক্তার নুর মোহাম্মদের মৃত্যুর খবরে চিকিৎসক মহলে ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদশীরা জানান, সাতক্ষীরা শিশু হাসপাতালে দায়িত্ব শেষে প্রতি শুক্রবার বাগআঁচড়া আখি টাওয়ারে এসে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোস্তফা নুর মোহাম্মদ রোগী দেখেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার তিনি রোগী দেখা শেষে সাতক্ষীরায় ফিরে যাচ্ছিলেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সহ-সভাপতি আ.ম আক্তরুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিকসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বাগআঁচড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ডাক্তার অবশেষে মারা গেছেন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/