দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় র্যাবের অভিযানে গাঁজাসহ ২ মহিলা আটক হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর ডিএডি (জেসিও)/৮২২৪ শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেকেন্দারা গ্রামের শামছুর রহমান খোকনের নির্মাণাধীন পাকা ঘরের সামনে থেকে দুপুর ২ টার দিকে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত ওমর আলী সরদারের মেয়ে সুফিয়া বেগম ৫০) ও একই গ্রামের লতিফ গাজীর স্ত্রী ছাহেরা খাতুন (৫৫) কে ২ শত ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৫ শত টাকা। এ ব্যাপারে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর ডিএডি (জেসিও)/৮২২৪ শফিকুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করেছেন। মামলা নং- ১৫/৫৭।