ডেস্ক রিপোর্ট: একমাস সিয়াম সাধনার শেষে মুসলিম উম্মাহ ঈদুল ফিতর উদযাপন করবে। এ লক্ষ্যে জেলার সকল ঈদের ময়দানকে ইতোমধ্যে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় ঈদের প্রধান জামায়াত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় রেফায়ী জামে মসজিদে প্রধান জামাত হবে। রেফায়ী জামে মসজিদে মোট দুটি জামাত হবে। ঈদের নামাজের এই সময় নির্ধারণ করেছে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি। প্রধান জামাতে সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।
জেলার বিভিন্ন স্থানে ঈদ জামায়াতের সময়সূচী তুলে ধরা হলো: শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জমিয়াতে আহলে হাদিস ও আহলে হাদিস যুব সংঘ যৌথভাবে ঈদের জামায়াত সকাল ৭.১৫ মিনিটে। সাতক্ষীরা কালেক্টরেট সকাল ৭টা ১৫ মিনিট। সাতক্ষীরা আলিয়া মাদরাসা সকাল ৯টায়। সাতক্ষীরা থানা মসজিদ সকাল ৭টা৩০। কুখরালী আমতলা ঈদগাহ সকাল ৮টা। তালা খলিলনগর ঈদগাহে সকাল ৯টা। কুল্যা বড় জামে মসজিদ ঈদগাহে ৮টা৩০। বহেরা এতিহ্যবাহী পুরাতন জামে মসজিদে সকাল ৮টা। নারকেলতলা বীজ ভবন চত্বরে সকাল ৮টা। বালিথা শেখপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টা। আগরদাড়ী ঈদগাহে সকাল ৮টা৩০। রামচন্দপুর ঈদগাহ সকাল ৮ টা ৩০ মিনিট। পুলিশ লাইন মাঠে পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঈদের জামায়াত আদায় করবেন ৮ টা৩০ মিনিটে।
ফিংড়ী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সকাল ৯টায়, জি-ফুলবাড়ি দরগাহ শরীফ গাওসুল আযম জামে মসজিদের সকাল ৯টায়, এল্লারচর কেন্দ্রীয় জামে মসজিদের সকাল সাড়ে ৯টায়, বালিথা জামে মসজিদে সকাল ৯টায়, শিমুলবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, ফয়জ্যাল্যাহপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সকাল ৯টায়, দক্ষিণ ফিংড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়, গাভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, গাভা দক্ষিণপাড়া ফিংড়ী সাবেক চেয়ারম্যানের বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায়, ব্যাংদহা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, পশ্চিম জোড়দিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় জোড়দিয়া শেখপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, গোবরদাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, কুলতিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ও হাবাসপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। জানাগেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদু-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বিভিন্ন সময়ে। এরিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্য জানা যায়, চাম্পাফুল: চাম্পাফুল ইউনিয়নের উজুলপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিটে ,কালীবাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে।
ভাড়াশিমলা: ভাড়াশিমলা ইউনিয়নের কারবালা ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০মিনিটে ,নারায়নপুর ঈদগাহ ময়দানে সকাল ৮ টা, পশ্চিম নারায়নপুর ঈদগাহ ময়দানে সকাল ৮ টা, ওয়াবদহ ঈদগাহ ময়দানে সকাল ৮ টা, পারহাউজ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে।
তারালী: তারালী ইউনিয়নরে তারালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে,তারালী বায়তুল্লাহ জামে মসজিদে সকাল ৭.৩০ মিনিটে,তারালী জামে মসজিদে ৭.৩০ মিনিটে।
কৃষ্ণনগর: কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর আওলাদে রাসূল ফোরকানিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮.১০ মিনিটে,শংকর পুর জামে ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, সিদ্দিকীয়া মোশারাফিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, চৌধুরাটি ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, রামনগর ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, কৃষ্ণনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, বিশ্বাসপাড়া ঈদগাহ ময়দানে ৮ টায়,বেনাদনা ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। নলতা: নলতা ইউনিয়নের নলতা রওজা শরীফ শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, ইন্দ্রনগর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, ইন্দ্রনগর ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়,কাজলা ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে। মৌতলা: মৌতলা ইউনিয়নের মৌতলা কাজীপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে,নরহরকাটি ঢালীপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, পূর্ব পানিয়া শেখ পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, পশ্চিম মৌতলা খাঁনপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। রতনপুর: রতনপুর ইউনিয়নের রতনপুর বাজার ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে,মহিষকুড় ঈদগাহ ময়দানে সকাল ৭ টায়, গোয়ালপোতা ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে,খুব্দিপুর ঈদগাহ ময়দানে সকায় ৮ টায়, দুলাবালা ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, বিজয় নগর ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। দক্ষিণ শ্রীপুর: দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, মালিপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, পশ্চিম গাজী পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, বায়তুন আমান ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, শাফুইপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, দক্ষিণ শ্রীপুর বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। বিষ্ণপুর: বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, মুকুন্দপুর সরদারপাড়া জামে মসজিদে সকাল ৮ টায়, জয়পত্রকাটি জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, পারুলগাছা ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। কুশুলিয়া: কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া কাজীপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, কফিল উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, মহৎপুর ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, বাজারগ্রাম রহিমপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে।
মথুরেশপুর: মথুরেশপুর ইউনিয়নের গড়েরহাট ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, বসন্তপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, ফকিরবাড়ী ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। ধলবাড়িয়া: ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা ঈদগাহ ময়দানে সকাল ৭.৪৫ মিনিটে, ঘড়মী ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, গান্ধুলিয়া ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, বাজুয়াগড় ঈদগাহ ময়দানে সকাল ৭ টায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানাগেছে। এদিকে ঈদ জামায়াতকে সামনে রেখে জেলার পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
জেলায় কখন কোথায় ঈদ জামাত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/