মে ২৪, ২০১৯
ভয়াল ২৫ মে আজ : প্রলয়ংকারী জলোচ্ছ্বাস আইলায় লণ্ড-ভণ্ড হয় উপকূল
![]() স.ম. ওসমান গনী সোহাগ: ভয়াল ২৫ মে আজ। ২০০৯ সালে, ১০ বছর আগে এই দিনে প্রলয়ংকারী জলোচ্ছ্বাস আইলায় লণ্ড-ভণ্ড হয় গোটা উপকূলীয় এলাকা। ভয়াল এই দিনটির কথা মনে উঠলে আজও উপকূলবাসী শিউরে ওঠে। স্বজন হারানোর বেদনায় কাতর হয়ে পড়েন অনেকে। তারপরও কঠিন পথ পাড়ি দিয়ে রীতিমত দুর্যোগের সাথে যুদ্ধ করে আজও টিকে আছে এ অঞ্চলের মানুষ। এখনো রাস্তার ওপর ঝুপড়িতেই রাত কাটছে অনেকের। বেসরকারি সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, আমাদের এই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে আগে দরকার টেকসই বেড়িবাঁধ। কেননা একটু নিম্নচাপ হলেই সাগরের বাড়তি পানি আমাদের বেড়িবাঁধ ঠেকাতে পারে না। এ জন্য উপযুক্ত ও আধুনিক বেড়িবাধ নির্মাণ করতে হবে। আমাদের এই এলাকায় সুপেয় খাবার পানির চরম সংকট রয়েছে। এই সুপেয় খাবার পানির জন্য সরকারিভাবে উদ্যোগ নিয়ে বড় বড় পুকুরে যদি পিএসএফ স্থাপন করা যায়, পুকুর খনন করা যায়, রিভার্স অসমোসিস সিস্টেম স্থাপন করা যায় তাহলে আমাদের এলাকার মানুষ সুপেয় খাবার পানি খেয়ে জীবন ধারণ করতে পারবে। সরকার যদি আইলা দুর্গত এলাকার দিকে একটু সুনজর দেয় তাহলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারব। 9,124,464 total views, 367 views today |
|
|
|