নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকল ১০টায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেবীশহর ফুটবল মাঠে এই চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, ইউপি সচিব কামরুজ্জামান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ আসমান, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আকবার আলী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল খায়ের তারু, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, সংরক্ষিত ইউপি সদস্য ফতেমা খাতুন, আল্পনা অধিকারী প্রমুখ।
এ সময় ৯টি বুথে ওয়ার্ড ভিত্তিক শান্তিপূর্ণভাবে ৪৬৯৮টি পরিবরের মাঝে ১৫ কেজি হারে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।